ব্রেকিং নিউজ
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি পেকুয়া মহিলা মাদ্রাসায় গিয়ে হামলার শিকার দুই সংবাদ কর্মী পেকুয়ায় নির্ঝন বাড়ী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতা শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পুরো বাংলাদেশ জুড়ে ইয়াবা সরবরাহকারী যুবদল-কৃষকদল নেতা আটক নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি পেকুয়া মহিলা মাদ্রাসায় গিয়ে হামলার শিকার দুই সংবাদ কর্মী পেকুয়ায় নির্ঝন বাড়ী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতা শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পুরো বাংলাদেশ জুড়ে ইয়াবা সরবরাহকারী যুবদল-কৃষকদল নেতা আটক

ব্যাংকে দলিল রেখে জালিয়াতির মাধ্যমে পৌনে ৫ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

By Rasel Das | ০১ আগস্ট, ২০২৫ | 230 views
ব্যাংকে দলিল রেখে জালিয়াতির মাধ্যমে  পৌনে ৫ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি : ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা আত্মসাতের অভিযোগে মো. রিয়াজ উদ্দীন (৫৭) নামের একব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রিয়াজ উদ্দীন ঢাকার লালবাগের বাসিন্দা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের জানান, দু’একদিনের মধ্যে মামলাটি দায়ের করা হবে। বিষয়টি সংবাদ মাধ্যমকে, জানান দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়েরের অনুমোদন করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, রিয়াজ উদ্দীন নামে ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত রিয়াজ অধিগ্রহণ হওয়ার তার সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে মর্মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি সাব-রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি উত্তোলন করে জমা দেন এবং ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন। দুদকের তদন্তে বলা হয়, ওই জমি এর আগেই একটি সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং বন্ধকী দলিল এখনো কার্যকর রয়েছে।

ADVERTISEMENT
Responsive