নগর পুলিশের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ আটক ০৪

By Rasel Das | ১৫ আগস্ট, ২০২৫ | 192 views
নগর পুলিশের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও  ইয়াবাসহ  আটক ০৪

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি বরিশাল::

বিএমপি গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগষ্ট ২৫ ইং, সকাল ০৯:৩০ ঘটিকায় কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপির ০৮নং ওয়ার্ডস্থ উত্তর লামছড়ি সাকিনের গাজীর খেয়াঘাট সংলগ্ন রাসেল মেম্বারের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ রাসেল হাওলাদার (মেম্বার রাসেল) (৩৮), পিতা-মোঃ তোফায়েল হাওলাদার, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, মোঃ রাব্বি সরদার (২৪), পিতা-রুবেল সরদার, মাতা-মমতাজ বেগম, উভয় সাং- উত্তর লামছড়ি, গাজীর খেয়াঘাট, হাজীবাড়ী, ০৮নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, মোঃ মামুন ফকির (২৫), পিতা-বেল্লাল ফকির, মাতা-ময়না বেগম, শাওন বেপারী (২৫), পিতা-লাল মিয়া বেপারী, মাতা-ফিরোজা বেগম, উভয় সাং- চর বাড়িয়া, ভাঙ্গারপাড়, হাওলাদার বাড়ী, কাটা চামচ রেস্টুরেন্ট সংলগ্ন, ০৭নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, থানা-কাউনিয়া, জেলা- বরিশাল'দের হেফাজত হতে ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ (ছয়) টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬১৬০/- (ছয় হাজার একশত ষাট) টাকা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।

উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত আসামি আলামিন মোল্লা (২৮), পিতা- মোঃ জলিল মোল্লা, সাং- তালতলী বাজার, ০৭নং ওয়ার্ড, চরবাড়িয়া, সালাম চৌকিদার (৩৫), পিতা- সুলতান চৌকিদার, সাং- উত্তর লামছড়ি, ০৮নং ওয়ার্ড, মোঃ রুবেল সরদার (৪০) পিতা- মোঃ রহমান সরদার, সাং- লামছড়ি, ০৭নং ওয়ার্ড, সর্ব চর বাড়িয়া ইউপি, সর্ব থানা- কাউনিয়া, জেলা- বরিশালগণ পলাতক রয়েছে।

ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

ADVERTISEMENT
Responsive