গতকাল মধ্যে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও গুরা মিয়া হাসপাতালের পিছনে রয়েল এপ্সরিজ লিংক এর গোডাউন হইতে একটি তিন টনের সাদা পিকআপ'সহ ০৫/০৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর গোডাউনের তালা ভেঙ্গে গোডাউনে প্রবেশ পূর্বক ১৩৪ কার্টুন রাবার (ইলাস্টিক), যার মোট মূল্য-১২,৮৬,৪০০/-টাকা হবে চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৮/২০২৫ খ্রিঃ রুজু হয়।
মামলা রুজুর হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন-১, এসআই(নিঃ) মোস্তফা কামাল, এসআই(নিঃ) কাজী আবিদ হোসেন, এএসআই মোঃ নাছির'দের সমন্বয়ে গঠিত অভিযানিক দল গোপনসূত্রের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার একপর্যায়ে অভিযানিক টিম জানতে পারে যে, চোরাই চক্রের সদস্যরা চোরাই মালামাল বিক্রয়ের উদ্দেশ্য বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে অভিযানিক টিম বায়েজিদ থানাধীন আল-আমিন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের ০৩ টনের পিকআপ গাড়ী যার রেজি নং- ঢাকা মেট্রো-ঠ-১১-৪২৩১ সহ আসামী মোঃ আমিনুল ইসলাম (২৮), মোঃ ইয়াসিন রিফাত (২১), মোঃ রিয়াজ (৩৮) দের'কে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে ১৩০ কার্টুন রাবার (ইলাস্টিক) উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
By admin |
০৬ আগস্ট, ২০২৫ |
92 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive