চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলা, ভাংচুর, লুটপাট ও শ্রমিকদের হত্যাচেষ্টা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তাজুল ইসলাম (৩০), মো. ইমন (২৬), মো. সাদেক হোসেন (৩০), মো. হাসান (২২) ও মো. মাহবুব (২৬)।
র্যাব-৭ জানিয়েছে, গত ১ আগস্ট ২৫ইং, স্থানীয় সন্ত্রাসী হক সাবসহ অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল দেশিয় আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসআরএম স্টিল রোলিং-২ এবং স্টিল মেলটিং-২ কারখানায় সংঘবদ্ধ হামলায় চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা কারখানার অফিসকক্ষ ভাংচুর, লুটপাট এবং কারাখানার ডিউটি অফিসার মো. শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, ডাম্প ট্রাক চালক সোহাগসহ অন্যান্য শ্রমিকদের মারধর করে।
পরবর্তীতে কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে বিপুল পরিমাণ লোহা তৈরির স্ক্র্যাপ এবং নির্মাণাধীন নিরাপত্তা বেষ্টনীর টিন এবং নগদ টাকা নিয়ে যায় এবং বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখলে শ্রমিকদের হত্যার হুমকিসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর নাম ধরে খোঁজাখুঁজি করে কারাখানা এলাকা থেকে চলে যায়। এ ঘটনায় বিএসআরএম কারখানার ম্যানেজার মো.দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বিএসআরএম কারখানায় হামলা ও ভাংচুর মামলার আসামি মো. তাজুল ইসলাম প্রকাশ সাত্তার নগরের কাজির দেউরি এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ আগস্ট) রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসআরএম কারখানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
By Rasel Das |
০৪ আগস্ট, ২০২৫ |
159 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive