কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

By admin | ০৬ আগস্ট, ২০২৫ | 82 views
কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

আবদুল আউয়াল অপু :: কোতোয়ালী থানার এসআই(নিঃ) শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আজ সময় কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড অফিসার্স ক্লাব উঠার মুখের খালি মাঠে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ১৫/১৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০৪ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তাদের সহযোগী অপরাপর অজ্ঞাতনামা ১০/১১ ব্যক্তি কৌশলে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ জামাল উদ্দিন @ জাম্মু (৪২), ২। মোঃ বেলাল (৩৩), ৩। মোঃ সজিব @ রমজান (২৫), ৪। মোঃ ইমতিয়াজ হোসেন @ জয় (২০) মর্মে প্রকাশ করে। তাদের সহযোগী পলাতক আসামীদের নাম-ঠিকানা কৌশলে এড়িয়ে যায়। আসামীদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি টিপ/ফোল্ডিং ছোরা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা তাদের পলাতক অজ্ঞাতনামা সহযোগীসহ রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি এবং টেরিবাজার আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে শলা-পরামর্শ করতেছিল। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৮/২০২৫খ্রি, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।

ADVERTISEMENT
Responsive