ভিডিও কলে ধরা পড়ল মহেশখালীর কালারমারছড়ার অস্ত্রধারী তারেক বাহিনী

By Rasel Das | ১৪ আগস্ট, ২০২৫ | 120 views
ভিডিও কলে ধরা পড়ল মহেশখালীর কালারমারছড়ার অস্ত্রধারী তারেক বাহিনী

ADVERTISEMENT
728 x 90

ওমর ফারুক,
কক্সবাজার প্রতিনিধি:: মহেশখালীর কালারমারছড়া এলাকার সামিরা গোনা হাল্লুর ব্রিজে বুধবার (১৩ আগষ্ট) ভোরে শুটকি ব্যবসায়ী আবু তালেবের কাছ থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা লু*ট করেছে রসুর ছেলে তারেকের নেতৃত্বাধীন একটি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ও তার বাহিনী নিয়মিত এই এলাকায় ডাকাতি চালিয়ে থাকে। তাদের অ*স্ত্রধারী উপস্থিতি দেখে স্থানীয়রা আত*ঙ্কিত। ভিডিও কলে তারেক বাহিনীকে অ*স্ত্রসহ দেখা গেছে, যা এলাকাবাসীর মধ্যে আত*ঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্রের দাবি, তারেক বর্তমানে স্হায়ী প্রভাবশালী নেতাদের থেকে প্রটোকল পেয়ে এই ধরনের অপরাধ চালাচ্ছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।

ADVERTISEMENT
Responsive