ওমর ফারুক,
কক্সবাজার প্রতিনিধি:: মহেশখালীর কালারমারছড়া এলাকার সামিরা গোনা হাল্লুর ব্রিজে বুধবার (১৩ আগষ্ট) ভোরে শুটকি ব্যবসায়ী আবু তালেবের কাছ থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা লু*ট করেছে রসুর ছেলে তারেকের নেতৃত্বাধীন একটি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ও তার বাহিনী নিয়মিত এই এলাকায় ডাকাতি চালিয়ে থাকে। তাদের অ*স্ত্রধারী উপস্থিতি দেখে স্থানীয়রা আত*ঙ্কিত। ভিডিও কলে তারেক বাহিনীকে অ*স্ত্রসহ দেখা গেছে, যা এলাকাবাসীর মধ্যে আত*ঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্রের দাবি, তারেক বর্তমানে স্হায়ী প্রভাবশালী নেতাদের থেকে প্রটোকল পেয়ে এই ধরনের অপরাধ চালাচ্ছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।
ভিডিও কলে ধরা পড়ল মহেশখালীর কালারমারছড়ার অস্ত্রধারী তারেক বাহিনী
By Rasel Das |
১৪ আগস্ট, ২০২৫ |
120 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive