পেকুয়ায় লবণের পানিতে বিপজ্জনক সড়ক,প্রশাসনের জরিমানাতেও ব্যর্থ

By Rasel Das | ১২ আগস্ট, ২০২৫ | 170 views
পেকুয়ায় লবণের পানিতে বিপজ্জনক সড়ক,প্রশাসনের জরিমানাতেও ব্যর্থ

ADVERTISEMENT
728 x 90

ওমর ফারুক,
কক্সবাজার জেলা প্রতিনিধি::

প্রতিদিন লবণের পানিতে বিপজ্জনক হয়ে উঠেছে কক্সবাজারের পেকুয়ার প্রধান সড়ক ও মগনামা-রাজাখালী এবং উজানটিয়ার গ্রামীণ সড়কগুলো।
মগনামা-পেকুয়া এবং সাবমেরিন ঘাটে যাতায়াতের একমাত্র সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ট্রাকে লবণ তোলার সময় গড়িয়ে পড়া পানি সড়ককে পিচ্ছিল করে তুলছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ আবার প্রাণ হারাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু লবণ দালাল, মালিক ও শ্রমিক সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে লবণ তুলছেন। এ সময় গড়িয়ে পড়া লবণ পানি সড়ককে ঝুঁকিপূর্ণ করে তোলে। ফলে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের দুর্ঘটনা ঘটছে নিয়মিত। তবুও তারা এসবের তোয়াক্কা না করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকারি কাজে মগনামা যাওয়ার পথে ঘটনাস্থলে এ অবস্থা দেখে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধির ৩৯৩ ধারা ও সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে দুইজনকে আটক করেন এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন,প্রশাসন অভিযান শেষে জরিমানা করার পরেও কোন প্রকার কার্যকর হচ্ছে না। যে লাউ সেই কদু অনেকটা ব্যর্থ। লবণ ব্যবসায়ীরা বিকেলে আবারও একইভাবে রাস্তা দখল করে ট্রাকে লবণ তোলেন। এ সময় পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, “শুধু জরিমানা নয়, এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, নইলে দুর্ঘটনা বন্ধ হবে না।

ADVERTISEMENT
Responsive