খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার ০১

By Rasel Das | ০৮ আগস্ট, ২০২৫ | 188 views
খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে  মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার ০১

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি:: গতকাল ৭ আগস্ট খুলনা থানাধীন বার্মাশীল রোড হিজলা গলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেকেন্দার মাঝি(৮৪), পিতা-মৃত: এন্তাজ উদ্দিন মাঝি, সাং-তেলিগাতী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বার্মাশীল রোড, হিজলা গলি, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৭৩৪ লিটার মদ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা থানার মামলা করা হয়,যার মামলা নং-০৭ ।

আসামীকে জিজ্ঞাসাবাদ করে অবৈধ মাদকদ্রব্যের উৎস, মাদক ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

ADVERTISEMENT
Responsive