কেএমপি এর অভিযানে চোরাই মালামালসহ চোর আটক ২

By Rasel Das | ১১ আগস্ট, ২০২৫ | 177 views
কেএমপি এর অভিযানে চোরাই মালামালসহ চোর আটক ২

ADVERTISEMENT
728 x 90

খুলনা প্রতিনিধি ::: গত ৬ আগস্ট ২৫ইং রাতে দৌলতপুর থানাধীন মুহসিন মোড়ের এলাকার লাইট হাউজ সাউন্ড নামীয় দোকানের সাটার কেটে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদীর এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানার একটি মামলা করা হয় যার মামলা নং-০৪।



ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট ২৫ইং, রাতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন দক্ষিণ মিকশিমিল আমডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর সজিব আহমেদ ইমন (২৫), পিতা-মুজিবুর রহমান গাজী, সাং-শাহাপুর বাজার, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং হানিফ মোল্লা (২১), পিতা-রফিক মোল্লা , সাং-দেয়ানা মধ্যপাড়া, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের থেকে দোকানের চুরি হওয়া ২৪ চ্যানেলের ৪ জিবি মিকচার সাউন্ড ক্রাফট এক পিস, ১৬ চ্যানেলের ম্যাকি মিকচার ভিএলজেড ১ পিস, ২০ চ্যানেলের এলটিও মিকচার, ৯০০১ মডেলের ডেল্টা অডিও এম্লিফাইয়ার ৬ পিস, ৭০০০১ মডেলের ডেল্টা অডিও এম্লিফাইয়ার ৪ পিস, ১০০০ ওয়াটের হাউজা এম্লিফাইয়ার ২ পিস, ৫০০ ওয়াটের হাউজা এম্লিফাইয়ার ২ পিস, ভয়েস প্রসেসর ২ পিস, ইউনিপেক্স ইউনিট (জাপান) ৫০ পিস, ২ সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ১০ পিস নরমাল মাইক্রোফোন এবং স্টেজ গিয়ার সেটআপ ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ADVERTISEMENT
Responsive