সিএমপি নিউজ:: কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান ডিউটি চলাকালে ১০ আগস্ট ২৫ ইং, রাত ১২.৩০ ঘটিকার সময় সিনেমা প্যালেস মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালী থানাধীন আমতল সাফিনা হোটেলের পাশে বাহার লেইনের মুখে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ডাকাতির করার জন্য অবস্থান করতেছে।
এপেক্ষিতে আভিযানিক টিম বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে চক্রের সদস্য মোঃ ইয়াসিন এরফান প্রঃ সাব্বির (২৫), মোঃ মিনহাজ (২০), মোঃ জাহেদ, মোঃ ইমাম হোসাইন প্রঃ ছোটন (২০), মোঃ মনজুর আলম প্র: মুন্না(৪২), মোঃ ইউসুফ প্রঃ সোহেল (৩০), শাহ আলম প্রঃ আলম (২৭) দের গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১ টি রামদা, ০১ টি ছোরা ও ০২ টি টিপ ছোরা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা তাদের পলাতক অজ্ঞাতনামা সহযোগীসহ রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি এবং টেরিবাজার আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে শলা-পরামর্শ করতেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে কোতোয়ালী থানার একটি মামলা করা হয় যার মামলা নং-১২