লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ পেশাদার মহিলা চোর আটক

By Rasel Das | ২৬ আগস্ট, ২০২৫ | 123 views
লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ পেশাদার মহিলা চোর আটক

ADVERTISEMENT
728 x 90

মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় তসলিমা আক্তার (৩৫) নামে এক পেশাদার মহিলা চোরকে আটক করেছে থানা পুলিশ।

আজ রাত ২টার দিকে  সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তসলিমা আকতার কালিয়াইশ ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। 
থানা পুলিশ সূত্রে জানা যায়, তসলিমা আকতার পেশাদার মহিলা চোর। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো। গত ২১ আগষ্ট খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসী মহিলার স্ত্রীর ব্যাগ থেকে সুকৌশলে প্রায় ২ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরে ২৫ আগস্ট ভূক্তভোগী অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রবিউল আলম খাঁন জানান, ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তসলিমা আকতার নামে এক পেশাদার মহিলা চোরকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে নগদ চার লক্ষ একান্ন হাজার নগদ অর্থ ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কারসহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


ADVERTISEMENT
Responsive