বিশেষ প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়ায় এক যুবক, সবুজ শেখ (৩৫), স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে গোপনে এক নারীকে বিবস্ত্র অবস্থায় দেখার বিকৃত নেশায় লিপ্ত ছিলেন। এই ঘটনাটি দেখে ফেলায় তিনি নির্মমভাবে হত্যা করেন সোয়েবুর রহমানকে। রবিবার (১০ আগস্ট) রাতে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সবুজ বলেন, 'তার (সোয়েব) সঙ্গে আমার শত্রুতা ছিল না। একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতেছিলাম, সে সময় আমাকে দেখে ফেলে। আমি তার কাছে মাফ ও চাইছিলাম। এটাও বলছিলাম কাউকে বইলেন না, আমি আর জীবনে এমন অপরাধ করব না। কিন্তু সে বলছিল গ্রামের লোকজনকে ঢাকবে। সে কারণে তাকে গলা টিপে (শ্বাসরোধে) হত্যা করি। পরে গলায় গামছা পেঁচিয়ে টেনে পুকুরের কচুরিপানার মধ্যে নিয়ে ঢেকে রাখি।'
সোয়েবুর রহমান (৪৬) হত্যার ঘটনায় জড়িত সবুজ শেখকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে সোয়েব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন স্থানীয়রা পুকুরে তার মরদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
হত্যাকাণ্ডের পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজ শেখকে শনাক্ত করে। রবিবার বিকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ সোয়েবুর ব্যবহৃত মোবাইল ফোনটি তার বাড়ি থেকে উদ্ধার করে। হত্যার পর মরদেহ লুকাতে অভিযুক্ত গামছা দিয়ে গলায় পেঁচিয়ে পুকুরে ফেলে দেয়। নিহত সোয়েবের স্ত্রী রিক্তা বেগম অভিযোগ করেন, 'আমার স্বামীর মৃত্যুর পর এই সবুজ বৃষ্টির মধ্যে নিজে কবর খুঁড়ছে, লাশ মাটি দিছে। ভাবতে ও পারছি না সে আমার স্বামীকে নির্মমভাবে মারছে।'
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সোয়েব হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার সবুজকে সোমবার (১১ আগস্ট) আদালতে হাজির করা হবে।
সোয়েবকে হত্যা, বিবস্ত্র নারী গোপনে দেখার অভিযোগ
By Rasel Das |
১১ আগস্ট, ২০২৫ |
205 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive