ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার জেলার রামুতে র্যাব-১৫ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—যাত্রীবেশে শ্যামলী পরিবহনের একটি বাসযোগে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে আনা হচ্ছে। খবরের ভিত্তিতে সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে। এসময় বাসটি তল্লাশি করে মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল কক্সবাজার সদর উপজেলার পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ আব্দুল লতিফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিয়মিত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
র্যাব জানায়, আটক আসামি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামুতে র্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ১
By Rasel Das |
২১ আগস্ট, ২০২৫ |
139 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive