মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া::চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের জনার কেওঁচিয়া
খুনীবটতল,ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে পুলিশের অভিযানে ২ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সাতকানিয়া থানা পুলিশ।সোমবার (১১ জুলাই) পপভোর ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া জনার কেওঁচিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জোবায়ের(৩০),ও নুর ছৈয়দ (২০)কে ২ হাজার পিচ ইয়াবা সহ গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ জোবায়ের(৩০) কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়ন,৮ নং ওয়ার্ড লেদা,ক্যান্টনমেন্ট,ডি ব্লক,এলাকার মৃত নুরুল ইসলামের,পুত্র। নুর ছৈয়দ (২০),একই এলাকার মোহাম্মদ ছৈয়দ'র পুত্র। পুলিশ জানাই মামলার বাদী এসআই (নিঃ)মোহাম্মদ জহির আমিন থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন কেরানীহাট রাস্তার মাথায় অবস্থান করাকালীন সময়ে ঘটনাস্থল সাতকানিয়া থানাধীন কেওঁচিয়া ইউনিয়নের খুনীবটতল জনার কেওঁচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইটের পশ্চিম পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর হইতে আসামী১।মোঃ জোবায়ের (৩০)এর নিকট হইতে ১ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২। নুর ছৈয়দ(২০)এর কাছ থেকে ১ হাজার)পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করিলে বাদীর এজাহারের প্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং-০৭,ধারা-৩৬( মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান,গ্রেপ্তার জোবায়ের ও নুর ছৈয়দের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।উপজেলায় মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
সাতকানিয়া পুলিশের জ্বালে ২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২
By Rasel Das |
১১ আগস্ট, ২০২৫ |
157 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive