মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক ৫০ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

By admin | ১৮ জুলাই, ২০২৫ | 233 views
মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক ৫০ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

ADVERTISEMENT
728 x 90

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুই মাসে ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫ খ্রি.) দুপুরে সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন) অফিসে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে যান। আনন্দিত মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ADVERTISEMENT
Responsive