মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অভিযান পরিচালনা করে ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়। ।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশনে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলীর নেতৃত্বে
মাংস দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব সরওয়ার আকতার ও শহর পরিচালনা কমিটির অন্যন্যা সদস্যরাসহ অনেকে।
লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী জানান, উপজেলার বটতলী স্টেশনের দোকানে নিয়মিত মনিটরিং
করা হয়। আজ বটতলী ষ্টেশনের সাদেকের মাংস দোকানে অভিযান পরিচালনা করে ২০ কেজি পচা ও বাসি জব্দ করা হয়। পরে বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও জনতার সম্মুখে তা পুড়িয়ে ফেলা হয়।
লোহাগাড়ায় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকের অভিযান, পচা ও বাসি মাংস জব্দ
By Rasel Das |
২৪ আগস্ট, ২০২৫ |
118 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive