মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার যানজট নিরসন, খাবারের হোটেল,বেকারি ও হাসপাতালে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।অভিযান পরিচালনা করার সময় কেরানীহাটের এলাকার যানজট নিরসন,ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা হকারদের সরিয়ে দেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সতর্ক করে দিয়ে বলেন
ভবিষ্যতে রাস্তার জায়গা দখল করে দোকান বসালে জেল,
জরিমানার হুশিয়ার করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,ডাস্টবিনের পাশে রান্না স্থাপন,মূল্য তালিকা ও লাইসেন্স না থাকায় দায়ে আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য প্রস্তুত,উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকায় আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমান ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট না থাকায় হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কে ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে কাগজপত্র নবায়ন করার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া হালাল বেকারি কে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য,আনসার বাহিনীর সদস্য, ও উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান
By Rasel Das |
২৪ আগস্ট, ২০২৫ |
73 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive