১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
By Rasel Das |
৩০ জুলাই, ২০২৫ |
111 views
ADVERTISEMENT
728 x 90
ব্রেকিং নিউজ :: রাজধানীর উত্তরা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: ফারুক মিয়া (৪২)।
আজ বুধবার (৩০ জুলাই ২০২৫ খ্রি.) উত্তরা পূর্ব থানাধীন ০২ নং সেক্টরের অন্তর্গত এমএস মাসুদ হাসান ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ADVERTISEMENT
Responsive