সিএমপি'র ডিবি (উত্তর-দক্ষিণ) টিম- ০১ কর্তৃক ১৪০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published on: 14 Nov 2025, 09:39 AM
সিএমপি'র ডিবি (উত্তর-দক্ষিণ) টিম- ০১ কর্তৃক ১৪০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানগর ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম ০১ এর অফিসার ও ফোর্স ইং ১৬/৭/২৫ খ্রিঃ তারিখ আসামী ১। মোঃ আব্দুর রশিদ প্রকাশ রহমান (৪০), পিতা-মৃত ফজলুল হক,দক্ষিণ কলাতলী, কক্সবাজার সদর, বর্তমানে-আবেদ শাহ মঞ্জিল, ৪র্থ তলা, মধ্যম রামপুর, হালিশহর,চট্টগ্রাম এর পরিহিত প্যান্টের পকেটে রক্ষিত ১৪০০ (চৌদ্দ শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ডবলমুরিং থানা এলাকায় আটক করতঃ আসামীর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানার মামলা নং-২০, তারিখ- ১৭/০৭/২৫ ইং, ধারা- ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়। আসামী কক্সবাজার সদর থানার মামলা নং-৭, তারিখ- ০৩/০২/১৬, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর ৯(খ)/২৫ এর এজাহারে অভিযুক্ত।