যৌন উত্তেজক ঔষধ সেবনে দৌলতদিয়া পল্লীতে এক ব্যক্তির মৃত্যু

Published on: 14 Nov 2025, 09:32 AM
যৌন উত্তেজক ঔষধ সেবনে দৌলতদিয়া  পল্লীতে এক ব্যক্তির মৃত্যু

মশিউর রহমান নয়ন
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর বিপ্লব ঘরামী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে যৌনপল্লীর ভেতরে বিপ্লব হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই তিনি মারা যান।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশি মদের সঙ্গে অতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবনের কারণে বিপ্লবের মৃত্যু ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, তিনি পূর্বে থেকেই হৃদরোগে ভুগছিলেন।”

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে