রাজিব দাশ,(তুষার) :: থানচিতে ক্যচুপাড়া আশেপাশে এলাকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
বুধবার (০৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) এর মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলার ক্যচুপাড়া আশেপাশে এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ৮৪ জন (পুরুষ-১০, মহিলা-৬২ এবং শিশু-১২) সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
আরও জানা যায় , ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র পক্ষ থেকে।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ৩৮ বিজিবি থানচি ক্যচুয়াপাড়া
By Rasel Das |
০৬ আগস্ট, ২০২৫ |
89 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive