ওমর ফারুক
কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
আটক চালক নোয়াখালী হাতিয়ার শাখিড়া বাজার শলিরচড় এলাকার মো. মতিনের ছেলে মো. আরিফ (৩৬)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে। পরে মরিচ্যা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ কক্সবাজার জার্নালকে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি
মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩০হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
By Rasel Das |
১৫ আগস্ট, ২০২৫ |
132 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive