সঞ্জয় দত্ত::
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার, এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।৭১ বছর বয়সী বিভুরঞ্জন চাকরি করেন 'আজকের পত্রিকা'য়। এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন বিভুরঞ্জন। শুক্রবার সকালেও তিনি ফেরেননি। মোবাইল ফোনটি তিনি বাসায় রেখে গেছেন।কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে ঋত সরকার।সেখানে তিনি বলেছেন, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার বাবা। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি।"আমরা বাবার অফিসে (বনশ্রী) খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম।"যোগাযোগ করা হলে রমনা থানার ওসি গোলাম ফারুক বলছেন, "আমরা খোঁজখবর নিচ্ছি। তবে উনি ফোনটা বাসায় রেখে গেছেন। ফোনটা সাথে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হত।" বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেইসবুকে লিখেছেন, "আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো অফিস (আজকের পত্রিকা) যাবে বলে বাসা থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে অফিসে যায়নি।“পরিচিত পরিমণ্ডলের কোথাও যায়নি। আজ কেউ তাকে দেখেনি। রাত ১টা পর্যন্ত সে বাসায় ফেরেনি। হাসপাতাল-পার্ক কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। সে আজ মোবাইলও বাসায় রেখে গেছে। রাতে রমনা থানায় জিডি করা হয়েছে। তার জন্য আমরা পরিবারের সবাই ভীষণ উদ্বেগের মধ্যে আছি।" শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বিভুরঞ্জন বাসায় ফেরেননি বলে জানিয়েছেন চিররঞ্জন সরকার।বিভুরঞ্জনের কর্মস্থল আজকের পত্রিকা থেকে জানানো হয়েছে, গত ১৬ অগাস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার, থানায় জিডি
By Rasel Das |
২২ আগস্ট, ২০২৫ |
149 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive