লোহাগাড়ায় ইউপি সদস্য ও তার ছেলেকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

By Rasel Das | ১২ আগস্ট, ২০২৫ | 172 views
লোহাগাড়ায় ইউপি সদস্য ও তার ছেলেকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

ADVERTISEMENT
728 x 90

মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় মো. রফিক উদ্দিন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে ও তার দুই ছিলো ছেলেকে গুলি করে আহত করেছে কিছু দুর্বৃত্ত। রফিক উদ্দিন বড়হাতিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। গুলিবিদ্ধরা হলেন, মো. ফয়সাল (২৬) ও মো. মিশাল (২৩)। তারা উভয়ই ইউপি সদস্য রফিক উদ্দিনের পুত্র।

গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মো. রফিক উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় মনুফকির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি। রফিক উদ্দিন ও তার দুই ছেলে বাড়িতে যাওয়ার সময় ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য অর্তকিতভাবে গুলি চালায় এবং মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বড়হাতিয়া রফিক মেম্বার এবং তার ছেলে শার্টগানের গুলিতে আহত হওয়ার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। ভিকটিমদের কে এম্বুলেন্স যোগে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। তদন্ত প্রক্রিয়া চলমান।

ADVERTISEMENT
Responsive