মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া::সাতকানিয়ায় একাধিক বেসরকারি সংস্থার ঋণ পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর আত্মহত্যা।ঐ নারী চার সন্তানের জননী বলে জানা যায়,
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
মমতাজ বেগম একই এলাকার ছিদ্দিক খলিফা বাড়ির জাফর আহমদের স্ত্রী। জানা যায়, পরিবারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসছিলেন তিনি। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি পরিশোধের চাপের মধ্যে ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,ঘটনার দিন সাড়ে দশ হাজার টাকা পরিশোধের কথা থাকলেও হাতে টাকা না থাকার কারণে তিনি মানসিকভাবে খুব অস্থির ছিলেন।
সকালে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের নিজ নিজ কাজে বের হয়ে চলে যায়,কাজ শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাকে তার টিনের ঘরের খুঁটির সাথে ফাঁস দিয়ে ঝুঁলে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠায়।
নিহত মমতাজ বেগমের স্বামী জাফর আহমদ একজন দিনমজুর। তাদের দুই পুত্রের একজন রাজমিস্ত্রী,অপরজন শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুই কন্যা বিবাহিত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন,আত্মহত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতকানিয়ার আমিলাইশে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর আত্মহত্যা
By Rasel Das |
১৩ আগস্ট, ২০২৫ |
166 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive