ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি::
চকরিয়া উপজেলা বিএনপির আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।
শনিবার (১৬ আগস্ট) বিকালে দিগরপানখালি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ফাঁসিয়াখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব কুতুবউদ্দিননের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট শামীমা আরা স্বপ্না।
উদ্বোধক ছিলেন ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।
প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম। সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম সিকদার, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মন্জুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।
সম্মেলনে চকরিয়া বিএনপির অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
By Rasel Das |
১৬ আগস্ট, ২০২৫ |
172 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive