ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি::
চকরিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় চকরিয়া মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চকরিয়া পেকুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথি তার বক্তৃতায় শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগে মানসিকতা তৈরি করার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ,চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সভাপতি মূছা বিপ্লব, শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন,সাবেক জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রিক বিতরণ করা হয়।
চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা ছাত্রশিবিরের সংবর্ধনা
By Rasel Das |
১৬ আগস্ট, ২০২৫ |
143 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive