ডবলমুরিং মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকৃত সরঞ্জামসহ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

By Rasel Das | ৩০ জুলাই, ২০২৫ | 213 views
ডবলমুরিং মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকৃত  সরঞ্জামসহ  ছিনতাই চক্রের  ৪ সদস্য গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

সিএমপি নিউজ: গত ২৮শে জুলাই ২৫ ইং রাতের বেলায় সিএনজি চালানো শেষে ড্রাইভার মোঃ ফাহিম (৩০) কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক হতে গাড়ী নিয়ে গ্যারেজে আসার সময় রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ব্রাক ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌঁছিলে তার গাড়ীটি নষ্ট হয়ে যায়। তখন ড্রাইভার গাড়ী হতে নেমে মেরামত করার সময় অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী ঘটনাস্থলে এসে তাদের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে ড্রাইভারকে প্রাণনাশের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ছিনতাইকারীরা ড্রাইভার মোঃ ফাহিম (৩০) কে ধাক্কা দিয়ে পাশে থাকা নালায় ফেলে দিয়ে তার চালিত সিএনজি গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে আগ্রাবাদের দিকে নিয়ে যায়। তখন উক্ত সিএনজি ড্রাইভার গাড়িটির মালিককে মোবাইল ফোনে অবগত করেন। পরবর্তীতে উক্ত সিএনজি'র মালিক থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার করলে ডবলমুরিং মডেল থানার একটি মামলা করে যার মামলা নং-৩৬। মামলা হওয়ার পরপরই ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই মোঃ শহীদুল আলম পারভেজ, এসআই মোঃ আনিসুর রহমান, এসআই মোবিনুল ইসলাম, এএসআই আজিজুল হক, এএসআই আব্দুল্লাহ আল মামুন এর সমন্বয়ে গঠিত আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত সিএনজি গাড়ি ও ছিনতাইকাজে ব্যবহৃত ছোরা সহ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ০১। মোঃ ইউসুফ প্রঃ নয়ন (২১), পিতা- মোঃ হানিফ, সাং-গুল গুইন্যা বিশ্বাসের বাড়ি, থানা-সদর, জেলা- পটুয়াখালী, বর্তমানে সুপারিওয়ালা পাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ আকাশ (২১), পিতা- মৃত মনিরুল ইসলাম, সাং- বাজালিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- টাইগারপাস, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ০৩। মোঃ মাসুদ (২২), পিতা- সিরাজুল ইসলাম, সাং- বাতাগাছি, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, বর্তমানে- মিস্ত্রীপাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ০৪। মোঃ শহিদুল প্রঃ শরীফ (২১), পিতা-মোঃ মোশাররফ, সাং- সুবর্ণচর, থানা- চর জব্বর, জেলা- নোয়াখালী, বর্তমানে লালখান বাজার, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম'দেরকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চট্টগ্রাম মহানগরীর ছিনতাই চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করে। তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা ইতিপূর্বে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পথচারীদের নিকট হতে মোবাইল ফোন, স্বর্ণালংকার, হাতে থাকা ব্যাগ সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করেছে বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ADVERTISEMENT
Responsive