গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার বুকে ভয়াবহ এক ঘটনা ঘটে গেলো বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিন পত্রিকার সাহসী প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সন্ধ্যায় তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। কিছু সময় আগেই তিনি স্থানীয় দুর্নীতির বিষয়ে সরাসরি লাইভে এসেছিলেন, যেখানে ফুটপাথ দখল, চাঁদাবাজি এবং প্রভাবশালী মহলের অপকর্ম নিয়ে কথা বলেন।

এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে তাকে ঘিরে ধরে এবং বর্বরভাবে কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গাজীপুরে থেকে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। বিশেষ করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর লেখা ও সরাসরি প্রতিবাদ তাকে অনেকের টার্গেটে পরিণত করে।এই ঘটনার পর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।তুহিন ছিলেন একজন নির্ভীক কণ্ঠস্বর। তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়—এটি পুরো সাংবাদিক সমাজের জন্য এক গভীর ধাক্কা।