ফেনসিডিল পাচার কান্ডে প্রত্যাহার করা হলো পুলিশ কর্মকর্তা এস,আই কামাল হোসেনকে

By Rasel Das | ২৩ আগস্ট, ২০২৫ | 171 views
ফেনসিডিল পাচার কান্ডে প্রত্যাহার করা হলো পুলিশ কর্মকর্তা এস,আই কামাল হোসেনকে

ADVERTISEMENT
728 x 90

মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া:

সোর্সের মাধ্যমে মাদক পাচারের অভিযোগে লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, আজ সন্ধ্যায় অভিযুক্ত এস আই কামালকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রাত ১২ দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটক করে স্থানীয় জনতা। আটকৃত রমিজ বলেন, লোহাগাড়া থানার এস,আই কামাল তাকে ফোন করে লোহাগাড়া থানার সামনের একটি থেকে ভবন থেকে ফেনসিডিল নিয়ে বান্দরবান জেলার আজিজনগর এলাকায় পৌছিয়ে দিতে বলে।

আটককৃতরা হলেন, উপজেলার আমিরাবদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত হাছি মিয়ার পুত্র রমিজ (৩৪), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবের চর এলাকার মৃত শহীদ উল্লাহ পুত্র তাজুল ইসলাম (৫০) এবং লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত হাজ্বী আবুল হোসেনের পুত্র নাজিম উদ্দীন (৪২)

ADVERTISEMENT
Responsive