মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসা নিতে এসে রোগীর সিরিয়াল দূরে থাকায় অপেক্ষমানা এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বেসরকারি হাসপাতাল লোহাগাড়া মা–মনি হাসপাতাল লিমিটেড এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মোঃ সাকিবের পুত্র । শিশুটির বয়স তিন দিন।
মারা যাওয়া শিশুর পিতা সাকিব জানান, বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য লোহাগাড়া মা–মনি হাসপাতালের শিশু চিকিৎসক মোঃ হেলাল উদ্দিনের টিকেট নেয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক বলার পরও সিরিয়াল নাম্বার দূরে থাকায় সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চিকিৎসকের সহকারী চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেয় নি। পরে প্রায় ১ ঘন্টা পর মায়ের কোলে শিশুটি মারা যায়।
এ ব্যাপারে জানতে চেয়ে চিকিৎসক মোঃ হেলাল উদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এ ঘটনা সর্ম্পকে শুনেছি। থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে পুলিশ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
চিকিৎসা নেওয়ার আগে চেম্বারের সামনে নবজাতকের মৃত্যু
By Rasel Das |
২১ আগস্ট, ২০২৫ |
155 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive