লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২

By Rasel Das | ১৬ আগস্ট, ২০২৫ | 175 views
লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২

ADVERTISEMENT
728 x 90

মো: সেলিম উদ্দিন
লোহাগাড়া ::

চট্রগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে ৭৫ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯ টা দিকে ট্রাফিক বক্সের সামনে একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে চোলাই মদসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

আসামিরা হলো, চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া ১ নং ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র শ্যামল সর্দার (৬৫) ও একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি ফুলতল ৭ নং ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩২)।

লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার জানান, চট্টগ্রামগামী একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি করে চোালাই মদসহ ২জনকে করা হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম বলেন, লোহাগাড়া ট্রাফিক পুলিশ চোলাইমদসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আগামীকাল সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

ADVERTISEMENT
Responsive