রাজিব দাশ ( তুষার)::: চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ কে এম সফিকুল আলম চৌধুরী এর তত্ত্বাবধানে এসআই চয়ন দাশ গুপ্ত, এসআই মাজহারুল ইসলাম, এসআই মোঃ বাবর আলী, এসআই উত্তম রায় চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগষ্ট রাত ১টা ৫০ মিনিটের সময় সন্দ্বীপ থানাধীন সারিকাইত ইউপিস্থ ০২ নং ওয়ার্ডের অন্তর্গত জনৈক অমূল্য সেরাং এর বসত ঘরের দক্ষিণ পাশ থেকে আসামী ১। মোঃ হান্নান, পিতা-মৃত মোজাম্মেল হোসেন, সাং-মুছাপুর, ওয়ার্ড নং-০৩, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম ২। মোঃ আরমান, পিতা-মোঃ সোলেমান, সাং-সারিকাইত, ওয়ার্ড নং-০৫, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামদ্বয়কে ধৃত করেন।
আসামী হান্নান এর পরিহিত প্যান্টের পিছনে কোমড়ে গোজা অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে পলাতক আসামী সোহেল এর ভাড়াকৃত দোকান তল্লাশী করে অস্ত্র তৈরীর বিপুল পরিমান ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং ৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্দ্বীপ থানার অভিযানে গ্রেফতার ০২
By Rasel Das |
০৬ আগস্ট, ২০২৫ |
84 views

ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive