সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা আদায় করিল খোন্দকার মাহমুদুল হাসান (ইউএনও)

By Rasel Das | ০৭ আগস্ট, ২০২৫ | 82 views
সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা আদায় করিল খোন্দকার মাহমুদুল হাসান (ইউএনও)

ADVERTISEMENT
728 x 90

মোহাম্মদ হোছাইন::চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসক হয়েও ডাক্তার নাম ব্যবহার করে বছরের পর বছর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড় বাজার ও সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুর দিঘীর পাড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। জরিমানা প্রদানকারীরা হলেন, মোঃ এহসান হাবীব ও সুকুমার দে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, ঠাকুরদিঘীর পাড় বাজার এলাকার মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টারের নাম দিয়ে এহসান ও ছমদিয়া পুকুর পাড় বাজার এলাকায় মেডিকেল সেন্টার নাম দিয়ে সুকুমার নামে দুই ব্যক্তি সরকারি আইন অমান্য করে  চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। এ বিষয়ে এলাকার লোকজন দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছিল। এ অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার ইউএনও অভিযান চালিয়ে দুই জনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। আগামীতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করার জন্য উভয়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়। 
ইউএনও অফিস আরও জানান, চিকিৎসকের সরকারি কোন সার্টিফিকেট না থাকা সত্ত্বেও সরকারি নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ওষুধের যথেচ্ছ ব্যবহার করে আসছিল তারা । শুধু তাই নয়,বিশেষজ্ঞ চিকিৎসকের ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে এলাকায় প্রচার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 
অভিযানের সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের উভয়ের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


ADVERTISEMENT
Responsive