BGB

উখিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ মিয়ানমারের আরাকান আর্মির সদস্যের আত্মসমর্পণ

By Rasel Das | ১১ আগস্ট, ২০২৫ | 135 views
উখিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ মিয়ানমারের আরাকান আর্মির সদস্যের আত্মসমর্পণ

ADVERTISEMENT
728 x 90

ওমর ফারুক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্য আত্মসমর্পণ করেছে।
রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই আত্মসমর্পণের ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি নাইক্ষ্যাংছড়ির গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন তঞ্চঙ্গ্যা (২১)। এসময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তার ভাষ্যমতে, আরাকান আর্মির প্রায় ৩০০ জন সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যেকোনো সময় বাংলাদেশে আত্মসমর্পণ করতে পারে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে, তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ADVERTISEMENT
Responsive