আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

By Rasel Das | ১১ আগস্ট, ২০২৫ | 178 views
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

রাজিব দাশ ( তুষার)
চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বাউরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শরাফত আলী শামীম বাউরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাসেম মাস্টারের বাড়ির বাসিন্দা এবং পিতা- আবুল হাসেম মাস্টার ও মাতা- শামছুন্নাহারের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকদ্রব্যসহ আটক শরাফত আলী শামীমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

ADVERTISEMENT
Responsive