সবুজবাগ থানা পুলিশের অভিযানে ১১ মাদক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

By Rasel Das | ০৬ আগস্ট, ২০২৫ | 82 views
সবুজবাগ থানা পুলিশের অভিযানে ১১ মাদক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি:: রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দাম (৩৬)কে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

বুধবার ৬ আগস্ট ২৫ ইং, সকাল আনুমানিক ৮:৪৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশী করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ADVERTISEMENT
Responsive