বিশেষ প্রতিনিধি:: গত ৭ আগষ্ট ২৫ ইং, রাত আনুমানিক ১১:২৫ ঘটিকায় সিলেট বন্দরবাজারস্থ ক্বীন ব্রিজ সংলগ্ন আলী আমজাদ ঘড়ির পূর্ব পাশে রাস্তার উপর ডালিম মিয়া (৩৫),নামের এক যুবক গুরুতর আহত হন। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ০৮আগস্ট ২৫ ইং, রাত ১২:০৫ ঘটিকায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং-৭ ।
উক্ত মামলায় এজাহারনামীয় আসামী ০৭ (সাত) জনসহ অজ্ঞাতনামা ৪/৫ রয়েছে।
আজ ০৮আগস্ট ২৫ ইং, সন্ধ্যা ০৭.১৫ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ৩ নং আসামী নাঈম আহম্মদ রজব (১৯), পিতা-মোঃ মনাফ মিয়া, মাতা- জহুরা বেগম, সাং-চিকনাগুল (পানিছড়া), থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, AP- ০১নং গলি, শামীমাবাদ, (মঈন উদ্দিন মহিলা কলেজ গলি) থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘কে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার ০১
By Rasel Das |
০৮ আগস্ট, ২০২৫ |
185 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive