মোটর সাইকেল আরোহী  ৩ জনকে জরিমানা সাতকানিয়ায় ইভটিজিং এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান 

By Rasel Das | ০৫ আগস্ট, ২০২৫ | 126 views
মোটর সাইকেল আরোহী  ৩ জনকে জরিমানা সাতকানিয়ায় ইভটিজিং এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান 

ADVERTISEMENT
728 x 90

মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া

সাতকানিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটর সাইকেল আরোহী তিন ইভটিজারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে মোটরসাইকেল যোগে কতিপয় যুবকরা ছাত্রীদের বিভিন্নভাবে ইভটিজিং করে আসছে। বিষয়টি নবাগত ইউএনওকে অবগত করলে তিনি (ইউএনও) অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে তিন ইভটিজারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। 
ইউএনও অফিস আরও জানান, ইভটিজাররা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা যাতে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে ইউএনও জানান। 

ADVERTISEMENT
Responsive